• November 032025
  • Islamic Studies

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার অনুষ্ঠিত~

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে “পুঁজিবাদী ও বৈশ্বিক শোষণ: ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দিকনির্দেশনা”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৩ নভেম্বর ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদূদ এর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউরোপিয়ান ইয়ূথ এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট বুরহান উদ্দিন আযাদ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। সেমিনারে আরো উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমতিয়াযুল আলম মাহফুয, প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।