• September 212025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ‘‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) ইন প্র্যাক্টিজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত~

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি এর পরিচালক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। সেমিনারে ‘‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) ইন প্র্যাক্টিজ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রশিদ সরকার এবং ‘‘ইন্টিগ্রেটিং কম্পিউটার ভিশন ইনটু ইন্টেলিজেন্ট মেশিন পাথওয়েজ ফর হিউম্যান রোবট ইন্টারঅ্যাকশন অ্যান্ড অটোনোমাস ভেহিকেলস” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগের অধ্যাপক ড. দীপংকর দাস। ইনিস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে সেমিনারে আরো উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। ইংরেজি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা এর সঞ্চালনায় সেমিনারে প্রতিটি প্রবন্ধ উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
Related Seminars