...
Notice
  • No notice found!

Message from Head
...

Mst. Shima Akter
Head, Dept. of Bangla

বাংলা ভাষা ও সাহিত্য বাঙালি জাতির আত্মপরিচয়ের মূলভিত্তি। সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের চেতনাকে জাগ্রত করে, মানবিক মূল্যবোধ গড়ে তোলে এবং সংস্কৃতির শেকড়কে দৃঢ় করে। তাই বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, পাঠ ও চর্চাকে বিস্তৃত করার লক্ষ্যে ২০২৫ সালের জানুয়ারি মাসে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বাংলা বিভাগ যাত্রা শুরু করেছে।
 
বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী ভূমি বগুড়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। সেই ধারা অব্যাহত রেখে বাংলা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আজ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
 
আমাদের বিভাগের উদ্দেশ্য হলো—বাংলা ভাষা ও সাহিত্যের নানা শাখায় শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও সৃজনশীলতাকে বিকশিত করা। আমরা শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে চাই যাতে তারা কেবল দক্ষ পেশাজীবীই নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবেও সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করতে পারে।
 
আমি আশা করি, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বাংলা বিভাগ আগামী দিনে জ্ঞান, সংস্কৃতি ও গবেষণার আলোকবর্তিকা হয়ে উঠবে। শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিভাগ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা।
Vision

বাংলা ভাষা এবং সাহিত্যচর্চার মাধ্যমে সমাজ পরিবর্তন ও সমাজ গঠনের লক্ষ্যে যুগোপযোগী, মানবিক গুণসম্পন্ন, দক্ষ, আদর্শ এবং নেতৃত্বদানকারী সাহিত্যকর্মী সৃষ্টি।

Mission

সাহিত্য ও ভাষার জগতে প্রভাব বিস্তার ও অবস্থানের জন্য প্রতিশ্রুতিশীল, জ্ঞানী, যোগ্য ও পারদর্শী নাগরিক তৈরি এবং বাংলা ভাষায় পারদর্শী মানব সম্পদ তৈরি।

Objectives

Information will be available soon ...

Programs