• November 182025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের গবেষণা সেমিনার অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইংরেজী বিভাগের আয়োজনে গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর ২০২৫, সোমবার, সকাল ১০ টায় সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে অনুষ্ঠিত হয়। ‘থিংকিং দ্য হিউমান: ইন্টারসেকশন অব লিটারেচার, কালচার অ্যান্ড ফিলসফি’ শীর্ষক সেমিনারে তিনটি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। সেমিনারের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ এবং পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার এর সভাপতিত্বে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ মীর সাকিব আহনাফ, মোঃ ফজলে রাব্বি এবং অপূর্ব রায়। প্রতিটি গবেষণা প্রবন্ধ উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।