• November 112025
  • English

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগের একাডেমিক কাজের অংশ হিসেবে বিভিন্ন ব্যাচের সর্বমোট ৬৭টি গবেষণা প্রবন্ধের মধ্যে নির্বাচিত ১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থীরা। ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, সকালে সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে অনুষ্ঠিত হয়। ধ্রুপদী সাহিত্য, জ্যাকোবিয়ান ড্রামা, ভিক্টোরিয়ান নভেল, একুশ শতকের উপন্যাস এবং শিক্ষা ও সাহিত্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত ইংরেজী সাহিত্যের ইতিহাসের বিভিন্ন পর্যায় নিয়ে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজী বিভাগের ১৩ ব্যাচের মোঃ তারেক জামিল, ১৬ ব্যাচের সাদিয়া ইসলাম, সাদিয়া আফরিন আঁখি, মোঃ খায়রুল আলম, মোঃ আলিফ হোসেন নিয়ম, ১৮ ব্যাচের ইয়াসিন আরাফাত, রাফিউল ইসলাম, সাঈদা জিন্নুরাইন রূহী, ঈশিতা নাজনিন এবং যৌথভাবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ১৮ ব্যাচের মোঃ আফ্রিদি পি কে ও মোঃ রিয়াদ হোসেন সরদার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন ও বিওটি ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান। এছাড়া পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। সেমিনারে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদসহ ইংরেজী বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারে প্রতিটি উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।