• February 242025
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে “রিভিসিটিং দ্যা পলিটিক্যাল ফিলোসফি অব ইসলাম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে “রিভিসিটিং দ্যা পলিটিক্যাল ফিলোসফি অব ইসলাম: মর্ডান সিভিলাইজেসন ইজ লিগ্যাসি অব মেডাইভ্যাল মুসলিম গ্লোরি নাউএডেজ এ লস্ট হেরিটেজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর সাব্বির হাসান এর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। সেমিনারটিতে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ্। সেমিনারে ইসলামের রাজনৈতিক দর্শন পূর্ণবিবেচনায় আধুনিক সভ্যতা মধ্যযুগীয় মুসলিম গৌরবের উত্তরাধিকার যা আজ একটি হারানো ঐতিহ্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সেমিনারে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর উপদেষ্টা ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এফ. এম. এ. এইচ তাকী, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মূল আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনার শেষ হয়।

Related Seminars