পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়াতে ফার্মেসী বিভাগে বি.ফার্ম প্রোগ্রামের কারিকুলাম প্রস্তুতকরণের ক্ষেত্রে ফার্মেসী শিক্ষার আধুনিকীকরণ, আন্তর্জাতিক এবং দেশীয় পরিসরে ফার্মেসী গ্রাজুয়েটদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, ফার্মেসী গ্রাজুয়েটদের চাকুরিতে নিয়োগের ক্ষেত্র অন্বেষণ এবং ফার্মেসী গ্রাজুয়েটদের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদাকে প্রাধান্য দিয়ে একটি যুগোপযোগী কারিকুলাম তৈরী জন্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৪ মার্চ, ২০২৫ মঙ্গলবার বেলা ১১.০০ টায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এর ১৭ তলায় কনফারেন্স হল এ“মিটিং দ্যা লোকাল অ্যান্ড গ্লোবাল ডিমান্ড ফর স্কিল্ড ফার্মাসিস্ট: ডেভেলপমেন্ট অব এ মর্ডান অ্যান্ড ওর্য়াল্ড স্ট্যার্ন্ডাড ফার্মেসী কারিকুলাম” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান এবং ড. মহিতোষ বিশ্বাস। বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের পরিপ্রেক্ষিতে ফার্মেসী বিভাগের কারিকুলাম তৈরি জন্য সেমিনারটি অনুষ্ঠিত হয়। পিইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচডি এর সভাপত্বিতে সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, টিএমএসএস মেডিকেল কলেজের পরিচালক ব্রিগে. জে. (অব:) ডাঃ মোঃ জামিলুর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন, বেক্সটার ফার্মাসিউটিক্যাল এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রোটাঃ এম এম রুবেল তালুকদার, পিইউবি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, টিএমএসএস এর শিক্ষা চিকিৎসা-১ এর ডোমেইন প্রধান ডাঃ অনুপ রহমান চৌধুরী, টিএমএসএস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ শাহিন আরা প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়া অনলাইনে যুক্ত হন সাঊথইস্ট ইউনিভার্সিটি’র ফার্মেসী বিভাগের অধ্যাপক আবুল হাসনাত আলমগীর ও সহযোগী অধ্যাপক ইশরাত জাহান বুলবুল। সেমিনারে মূল বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল প্রবন্ধ উপস্থাপনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান এবং ড. মহিতোষ বিশ্বাস।
- March 04, 2025
- PUB