পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া ইউএনডিপি’র দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রজেক্ট ‘ফিউচারনেশন’এর আয়োজনে আঞ্চলিক স্কিল হাব কর্মশালায় অংশগ্রহণ করেছে। ০৯ আগস্ট, শনিবার শিক্ষা নগরী রাজশাহীতে স্কিল হাব কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দেশের উত্তরাঞ্চলের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক এবং সিএসই বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মোঃ ফখরুল আলম সহল স্কিল হাব কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে।
- August 09, 2025
- PUB