• April 122025
  • PUB

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন

...

দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের সম্মানিত রাষ্ট্রদূত মানসুর চাভোশি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র রাষ্ট্রদূত মানসুর চাভোশি কে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভ্যর্ত্থনা জানান। এসময় রাষ্ট্রদূত স্বস্ত্রীক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আয়শা বেগম, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, পিইউবি প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

Related Events