• August 312025
  • PUB

ফ্রি ফায়ার রিজিওনাল হিরো-বগুড়া এডিশন ল্যান টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়ার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পিইউবি কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে ও ম্যানগ্রোভ ই স্পোর্টস এর সহযোগিতায় ‘‘ফ্রি ফায়ার রিজিওনাল হিরো-বগুড়া এডিশন ল্যান টুর্নামেন্ট”এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট ২০২৫ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন। সর্বমোট ১৩৫টি দলের মধ্যে চূড়ান্ত পর্বে শীর্ষ ১২টি দল চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকের ফাইনাল ম্যাচের মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার হিসেবে নির্বাচিত হন ট্যাকটিক্যাল ই-স্পোর্টস এর রাফিক হাসান। সেকেন্ড রানার আপ সিক্রেট সিক্সটি নাইন ই-স্পোর্টস, ফার্স্ট রানার আপ বিডি রাইডার ই-স্পোর্টস এবং চ্যাম্পিয়ন হয় এক্সেস ই-স্পোর্টস। বিজয়ী প্লেয়ারদের মেডেল ও প্রাইজ চেক তুলে দেয়া হয়। এই আয়োজনে বগুড়া জেলার প্রতিভাবান গেমাররা নিজেদের দক্ষতা প্রদর্শন করে।

আনন্দদায়ক ও প্রাণবন্ত পরিবেশে ই-স্পোর্টসটি উদযাপিত হয়। পুরস্কার বিতরণী পর্বে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান পলাশ তাই, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিব এহসানুল হক, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক এবং উপ পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলমসহ সিএসই বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

Related Events