• November 132025
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পিআইআরডি গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত

...
পুণ্ড্র ইনস্টিটিউট অব রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) গর্ভনিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিওটি সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। পিআইআরডি এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং গর্ভনিং বোর্ডের সদস্য-সচিব, পরিচালক, পিআরআইডি (অতিরিক্ত দায়িত্ব) ড. এস. জে. আনোয়ার জাহিদ। সভায় উপস্থিত ছিলেন পিআইআরডি সদস্য পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিওটি ভাইস চেয়ারম্যান জনাব মুহঃ ফজলুর রহমান, বিওটি সদস্য জনাব ফয়জুন নাহার, বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। সভায় অনলাইনে যুক্ত ছিলেন পিআইআরডি সদস্য বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. একরামুল হামিদ। এছাড়াও বিশেষ আমন্ত্রণে সভায় উপস্থিত ছিলেন বিওটি’র চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, বিওটি উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন এবং আরডিএ বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনসহ গবেষণা প্রকল্পের গবেষকবৃন্দ। সভায় পিআইআরডি এর অধীনে গবেষণা প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
Related Events