• November 172025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন~

...
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মোতাছিম বিল্লাহ জিহাদ, শিক্ষার্থী, ২০তম ব্যাচ, ব্যবসায় প্রশাসন বিভাগ, পিইউবি, রাকিবুল ইসলাম, শিক্ষার্থী, ২১তম ব্যাচ, ইইই বি ভাগ, পিইউবি ও তাসমিয়া ইয়াসমিন তামান্না, শিক্ষার্থী, ১৫তম ব্যাচ, ইংরেজী বিভাগ, পিইউবি, তাদের একান্ত উদ্যোগ ও সহযোগিতায় পুণ্ড্র ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে ক্যারাম বোর্ড ২টি, ফুটবল ৪টি, ক্রিকেট ব্যাট ২টি, ক্রিকেট স্টাম্প ৬টি, ভলিবল ৪টি এবং ব্যাডমিন্টন ব্যাট ৮টি ক্রীড়া সামগ্রী উপহারস্বরূপ প্রদান করেছেন। ক্রীড়া সামগ্রীগুলো পেয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সদস্যগণ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দারুণভাবে উল্লসিত। বিশ্ববিদ্যালয়ের খেলাধূলাকে উৎসাহিত করতে তাদের এ অবদান অত্যন্ত প্রশংসনীয়। এসব ইনডোর ও আউটডোর ক্রীড়া সামগ্রীগুলো শিক্ষার্থীরা ব্যবহার করে খেলাধূলায় ব্যাপকতা ও দক্ষতা বাড়াবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের এবং তাদের সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
Related Events