পুণ্ড্র ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগকে আর্থিক সহায়তা প্রদান
November 18, 2025
PUB
পুণ্ড্র ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগকে আর্থিক সহায়তা প্রদান
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার বিভিন্ন বিভাগের চলমান শিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বগুড়া গাবতলী পৌরসভার বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর মোঃ জাহেদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের কার্নিভাল এর জন্য ব্যবসায় প্রশাসন বিভাগকে ত্রিশ হাজার টাকা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সিএসই ফেস্ট এর জন্য সিএসই বিভাগকে পঞ্চাশ হাজার টাকা এবং ইংরেজী বিভাগের ফিল্ম ফেস্টিভ্যালসহ অন্যান্য আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ইংরেজী বিভাগকে বিশ হাজার টাকা সহায়তা প্রদান করেন। ১৭ নভেম্বর ২০২৫ সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নিকট এই সহায়তার অর্থ হস্তান্তর করেন মোঃ জাহেদুর রহমান। অর্থ গ্রহণকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহযোগিতা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এ অনুদান বিভিন্ন বিভাগের উৎসব ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।” এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম বলেন, ‘বিশিষ্ট বিদ্যানুরাগী ও সমাজসেবক মোঃ জাহেদুর রহমান এর আর্থিক সহযোগিতায় পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সৃজনশীল আয়োজনের মাধ্যমে নিজেদের সম্ভাবনা তুলে ধরতে অধিকতর উৎসাহিত হবে। পুণ্ড্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার এই মহতী উদ্যোগকে সমাজসেবার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচনা করে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে। এসময় উপস্থিত ছিলেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।