পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট’র সমাপনী অনুষ্ঠিত
November 15, 2025
CSE
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট’র সমাপনী অনুষ্ঠিত
সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো তিনদিন ব্যাপী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সিএসই ফেস্ট-২০২৫। ১৫ নভেম্বর, শনিবার বিকেলে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া মিলনায়তনে সিএসই ফেস্ট-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উৎসবে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল হ্যাকাথন যেখানে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দলগতভাবে কোন সমস্যা সমাধানের জন্য কোডিং এবং প্রকৌশল কার্যক্রমে অংশ নিয়ে বেশ কিছু কার্যকরী প্রোটোটাইপ বা ডেমো তৈরী করেছে। উৎসবে ‘জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের মেধা ও সৃজনশীলতাকে আরও শক্তিশালী করে তুলছে’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আমিনুল ইসলামের উপস্থিতি সিএসই ফেস্ট কে ভিন্নমাত্রা প্রদান করে। তার উপস্থিতি ও বক্তব্যে উৎসবে অংশগ্রহণকারীরা দারুণভাবে উৎসাহিত হয়। হ্যাকাথন ও বির্তক প্রতিযোগিতা ছাড়াও উৎসবে ছিল প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া প্রেজেন্টেশন, ইনডোর ও আউটডোর স্পোর্টস এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। সমাপনী উৎসবে বক্তব্য রাখেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার দেশ এডু এর আইটি এক্সিকিউটিভ মোঃ আব্দুর রউফ, আইসিটি হ্যাক্স এর সিস্টেম ইঞ্জিনিয়ার মোঃ সালমান সাইফ ও সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী সাব্বির আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, গাবতলী পৌরসভার সাবেক কমিশনার মোঃ জাহেদুর রহমান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিব এহসানুল হক। উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। সিএসই বিভাগের শিক্ষকবৃন্দসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সিএসই ফেস্ট এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।