• November 182025
  • English

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ম্যাজেস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল সমাপ্ত

...
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ইংরেজী বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ম্যাজেস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। ১৫-১৬ নভেম্বর ২০২৫, ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয় নতুন ২০ তলা একাডেমিক ভবনের ৫০৭ নং মিলনায়তনে। উৎসবে প্রতিদিন তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হয়। উৎসবে প্রথম দিন প্রদর্শিত হয় ভোল্ফ গাংক্ এর ট্রয়, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ও জনিডেপ এর র‌্যাঙ্গো। দ্বিতীয় দিন প্রদর্শিত হয় মেল গিবসনের হ্যাকসো রিজ, ক্রিস্টোফার নোলান এর ইন্টারস্টেলার এবং মেল গিবসনের ব্রেভহার্ট। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। চলচ্চিত্র উৎসবে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিওটি সদস্য আয়শা বেগম ও বগুড়া গাবতলী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জাহেদুর রহমান। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার এর সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ। পৃথিবীব্যাপী সাড়াজাগানো জনপ্রিয় এই চলচ্চিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দারুণভাবে উপভোগ করে।
Related Events