পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পুণ্ড্র ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট (পিআইআরডি) এর উদ্যোগে গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত উপকারভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিটি ব্যাংক পি.এল.সি এর অর্থায়নে পরিচালিত গবেষণা কার্যক্রমটি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নারচী গ্রামে পরিচালিত হচ্ছে। ১৯ এপ্রিল ২০২৫ শনিবার ১১:৩০ ঘটিকায় গবেষণা এলাকা নারচী গ্রামে গবেষণা কার্যক্রমের উপকারভোগীদের মাঝে উপকরণ সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে “রিডিউসিং কমিউনিটি মালনিউট্রেশন অ্যান্ড ইমপ্রোভমেন্ট অফ লাইভলিহুড থ্রো এগ্রিকালচারাল অ্যান্ড আদার ইন্টারভেনশনস”শীর্ষক গবেষণার উদ্দেশ্য এবং কার্যক্রমের নানা দিক তুলে ধরেন গবেষণার টিম লিডার পিইউবি’র পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডাঃ শামীমা বেগম। অপর একটি গবেষণা “অপরচুনেটিস এ্যান্ড চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার মার্কেটিং ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণার উদ্দেশ্য ও পরিচালিত কার্যক্রম উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের টিম লিডার পিইউবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শেলী খাতুন। আরডিএ, বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি’র রেজিস্ট্রার ও পিআইআরডি এর পরিচালক ড. এস. জে. আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুষ্টি এবং মার্কেটিং বিষয়ক গবেষণা দলের গ্রুপের অন্যান্য গবেষকবৃন্দ প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ জেমী পারভীন, অন্তরা খাতুন, পূর্বাশা দাশ এবং মোঃ মোজাহারুল হক, সংযুক্ত কর্মকর্তা, আরডিএ, বগুড়া।
- April 20, 2025
- PUB