পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট ল্যাবরেটরি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র একটি উচ্চতর পরিদর্শন টিম পরিদর্শন করেছেন।
২১ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টায় সিএসই প্রোগ্রামের আসন সংখ্যা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট প্রোগ্রাম পরিচালনার লক্ষে পরিদর্শন দলের আহ্বায়ক ও বিশেষজ্ঞ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ সুলতান মাহমুদ এবং ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান পুণ্ড্র ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক সংখ্যা, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার এস. জে. আনোয়ার জাহিদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পলাশ তাই, পরিচালক (আইটি) ইন্দ্রনীল মিশ্র, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, সমন্বয়ক (বিওটি) মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন। এছাড়া সিএসই বিভাগের সকল শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।