পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ২৫ ফেব্রæয়ারি ২০২৫ মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ/আন্ডারপাস নির্মাণের জন্য স্মারকলিপি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও দ্রুতগামী যানবাহনের কারণে একাধিক সড়ক দূর্ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনার মাত্রা বেড়েই চলেছে। ২৪ ফেব্রæয়ারি সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের সামানে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী বাসের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও একইদিনে বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন মহাসড়কে একটি মটরসাইকেল ও দু’টি ট্রাক আলাদা-আলাদা ভাবে সড়ক দূর্ঘটনা কবলিত হয়। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও গণমানুষ এই সড়কটি পারাপার হন। ব্যস্ত এই সড়কটি দিনদিন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দূর্ঘটনা প্রবণ হয়ে উঠছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তাপারাপারের সুবিধার্থে যতদিন ফুটওভার ব্রিজ/আন্ডারপাস নির্মাণ না হয় ততদিন পর্যন্ত পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সম্মুখে নিয়মিতভাবে একজন ট্রাফিক পুলিশ মোতায়েনসহ অনতিবিলম্বে একটি ফুটওভার ব্রিজ/আন্ডারপাস নির্মাণের দাবীতে শিক্ষার্থীরা বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা এর নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন। স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থী প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, প্রক্টর সাব্বির হাসান এবং উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক।
- April 22, 2025
- PUB