• April 222025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটি’র সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য বগুড়া জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ২৫ ফেব্রæয়ারি ২০২৫ মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজ/আন্ডারপাস নির্মাণের জন্য স্মারকলিপি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও  দ্রুতগামী যানবাহনের কারণে একাধিক সড়ক দূর্ঘটনায় অনেক শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনার মাত্রা বেড়েই চলেছে। ২৪ ফেব্রæয়ারি সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের সামানে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী বাসের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও একইদিনে বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন মহাসড়কে একটি মটরসাইকেল ও দু’টি ট্রাক আলাদা-আলাদা ভাবে সড়ক দূর্ঘটনা কবলিত হয়। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও গণমানুষ এই সড়কটি পারাপার হন। ব্যস্ত এই সড়কটি দিনদিন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দূর্ঘটনা প্রবণ হয়ে উঠছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তাপারাপারের সুবিধার্থে যতদিন ফুটওভার ব্রিজ/আন্ডারপাস নির্মাণ না হয় ততদিন পর্যন্ত পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সম্মুখে নিয়মিতভাবে একজন ট্রাফিক পুলিশ মোতায়েনসহ অনতিবিলম্বে একটি ফুটওভার ব্রিজ/আন্ডারপাস নির্মাণের দাবীতে শিক্ষার্থীরা বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা এর নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন। স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থী প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, প্রক্টর সাব্বির হাসান এবং উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক।

Related Events