• August 152025
  • CE

পুণ্ড্র ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১১ ও ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট, শুক্রবার বিকাল ৩:০০মিনিটে নতুন ২০তলা ভবনের কনফারেন্স রুমে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, উপদেষ্টা (ছাত্রকল্যাণ) মোঃ নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী প্রক্টর ও প্রভাষক মোঃ মাহবুর রহমান। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ফারহান সাদিক, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছাঃ হাফসা জাহান এবং ১২তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম মুক্তা। সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট তুলে দেন উপাচার্য চিত্তরঞ্জন মিশ্র।

নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে স্প্রিং-২০২৫ সেমিস্টারে ফলাফলের ভিত্তিতে ১৩ থেকে ২০ ব্যাচে ১ম স্থান অধিকারি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী আফসানা সাদিয়া ও পার্থ কুমার রায়। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Events