পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২১ ব্যাচ (এইচএসসি) ও ২৩তম (ডিপ্লোমা) ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৩ ব্যাচ (এইচএসসি) ও ১৫তম (ডিপ্লোমা) ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
০২ আগস্ট, শনিবার বিকাল ৩:৩০মিনিটে নতুন ২০তলা ভবনের কনফারেন্স রুমে ইইই বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদে শরীফ তালুকদার ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।
নবীন, বিদায়ী ও বিভাগীয় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডিপ্লোমা ১৭ ব্যাচের শিক্ষার্থী হারুন অর রশিদ, এইচএসসি ১৪ ব্যাচের শিক্ষার্থী আজমিরা খানম, মোঃ ফারহান সাদিক সিফাত, তৌহিদুল ইসলাম শাকিল, রেজওয়ানুল ইসলাম ও নাবিল আহম্মেদ। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য মহোদয় বলেন স্বপ্নটা অনেক বড় করে দেখতে হবে। নবীন শিক্ষার্থীদের আরও অধিকতর অধ্যাবসায় হতে বলেন। তিনি নবীন ও বিদায়ী সকল শিক্ষার্থী’র জার্নি সফল হোক এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষক ড. সাইদুর রহমান, আব্দুর রউফ ও আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন। ইইই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।