সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র স্প্রিং ফেস্ট-২০২৫ শেষ হলো। বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা প্রভৃতি নানা আয়োজনে সাজানো হয়েছিল স্প্রিং ফেস্ট। ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অপরাহ্নে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, স্প্রিং ফেস্ট-২০২৫ এর আহ্বায়ক বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আমিনুল হক, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, প্রক্টর মোঃ সাব্বির হোসেন, স্প্রিং ফেস্ট-২০২৫ এর সদস্য সচিব উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। গান, নাচ, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রভৃতি ইভেন্টে প্রথমস্থান অধিকারীরা পুরস্কার বিতরণী পর্বে তাদের উপস্থাপনা প্রদর্শন করে। এদিন সকালে বির্তক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। উল্লেখ্য যে তিন দিনব্যাপী স্প্রিং ফেস্ট শুরু হয়েছিল গত ০৮ ফেব্রুয়ারি।
- February 10, 2025
- PUB