• January 212025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

...

নানা আয়োজনের মধ্যদিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২১ ফেব্রয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ১মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা। সকালে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান ও টিএমএমএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে এবং উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির উপদেষ্টা এ্যাডঃ মালেকা পারভিন, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নীলিমা তাবাসসুম ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিগম সেন। এসময় আরও উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Related Events