• August 052025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। ৫ আগস্ট, মঙ্গলবার, সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। তিনি বলেন, ‘আজ ৫ আগস্ট গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচ.ডি, বিওটি সদস্য ও বিসিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টি.এম আলী হায়দার এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। এছাড়া আরো বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার। স্মৃতিচারণমূলক আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী পিইউবি’র আইন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী তাসমিয়া খান, ইংরেজী বিভাগে ১৫তম ব্যাচের শিক্ষার্থী রায়হান ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান সৈকত এবং সিএসই বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসাইন বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান নান্নু, বিওটি সচিব মোঃ খোরশেদ আলম, প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Related Events