পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ এক বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই স্মরণ’অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই, শনিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান পিএইচ.ডি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। স্মৃতিচারণমূলক আলোচনায় জুলাই গণ-অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী পিইউবি’র শিক্ষার্থী তাকদীর আহমেদ সম্রাট, আরিফুর রহমান, রাইসা রাসমিন, আল-কারিমুল হাসান ও তাসমিয়া খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর সাব্বির হাসান। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনার মাধ্যমে জুলাই স্মরণ অনুষ্ঠানটি উদযাপিত হয়। জুলাই স্মরণ অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।