• September 062025
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটি পরিদর্শন করলেন ভ্যালেরি অ্যান টেইলর

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া পরিদর্শন করেছেন বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) পরিকল্পক ও প্রতিষ্ঠাতা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ভ্যালেরি অ্যান টেইলর।

৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তিনি পুণ্ড্র ইউনিভার্সিটিতে এলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে দেশের উত্তরাঞ্চলে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে সচেতনতা ও সেবাপ্রদান কার্যক্রম বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে সিআরপি ও পুণ্ড্র ইউনিভার্সিটি কী কী উদ্যোগ নিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিআরপি নির্বাহী পরিচালক প্রফেসর ডাঃ মোঃ সোহরাব হোসাইন, সিআরপি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের বিভাগীয় প্রধান সোহানুল নিয়াজ ইমরান, সিআরপি’র মোছাঃ জান্নাতুল ফেরদৌস, মোঃ আমিন আহমেদ, সুনীল তালুকদার, বাসুদেব কর্মকার, মোঃ ইমারান সোয়াইব, মোঃ মোশারফ হোসেন, মোঃ আবু সাঈদ, মোঃ ফাইজুল লাবিব ও আরজু আরা মুক্তি এসময় উপস্থিত ছিলেন।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আয়শা বেগম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।

Related Events