পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্ট এর সাবেক সদস্য, বর্তমান বোর্ড অব ট্রাষ্টি এর অন্যতম ট্রাষ্টি জনাব মনিরুল মাহতাব তমাল তরু এর ফুফু, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের প্রথম ও একমাত্র মহিলা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতিমান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিন (চারু) এঁর মৃত্যুতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিন চিকিৎসা ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। মানবসেবা, প্রশাসনিক দক্ষতা, নারী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অমিত অবদান বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন, নীতি নির্ধারণ এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর নৈতিকতা, প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এই মহীয়সী নারীর মৃত্যুতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিন স্বাস্থ্য শিক্ষা কে বোধগম্য করার জন্য, চিকিৎসা বিষয়ক পুস্তক এবং তার লেখা আর্টিকেল জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর প্রজ্ঞা, সংস্কারমূলক চিন্তাধারা এবং মানবিকতা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল এক মূল্যবান সম্পদ। তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে অপূরণীয় ক্ষতি হলো। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।