• December 192023
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

...

“ইমার্জিং কমিউনিকেশন টেকনোলজিস অ্যান্ড টিচিং-লার্নিং”শীর্ষক একটি ওয়ার্কশপ ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ৯টায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি, নিউজিল্যান্ড এর প্রফেসর ড. নুরুল আই. সরকার। দিনব্যাপী ওয়ার্কশপে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

গেস্ট অব অনার হিসেবে ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএমএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তীর সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য সোহরাব আলী খান ও আয়শা বেগম। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিওটি উপদেষ্টা ও এমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন। অনলাইনে আরও উপস্থিত ছিলেন বিওটি সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।

ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মাহমুদ হাসান চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মহিউদ্দিন মোল্লা, বিওটি সচিব খোরশেদ আলম, উপ পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, এস্টেট অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ওয়ার্কশপের উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপক যোগাযোগ প্রযুক্তি বিকাশে পাঠদান ও শিখন বিষয়ের গুরুত্ব তুলে ধরেন। ওয়ার্কশপে যে চারটি বিষয়ে বক্তৃতা উপস্থাপিত হয় তা হলো ‘ডিজিটাল লিটারেসি অ্যান্ড অনলাইন সেফটি’, ‘অ্যাডভান্সেস ইন অটোনোমাস (ড্রাইভারলেস) কারস’, ‘স্ট্রাটেজিস ফর টিচিং টেকনিক্যাল সাবজেক্টস: বেস্ট প্র্যাক্টিস’, ‘ডেভেলপিং এ নিউ অ্যাসেসমেন্ট: এ প্র্যাকটিক্যাল’। দিনব্যাপী কর্মশালার প্রত্যেকটি অধিবেশন শিক্ষক ও শিক্ষার্থীরা নিবিড় মনোযোগের সাথে শ্রবণ করেন। প্রতিটি অধিবেশন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Related Seminars