• August 052022
  • PUB

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘বিশ্লেষণাত্মক দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২২ সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘বিশ্লেষণাত্মক দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার ০৫ আগস্ট ২০২২ শুক্রবার সকাল ১০:৩০মি. মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক ডিন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ, পিএইচডি। 

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর বিজন কৃষ্ণ মৃধা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জনাব মাহমুদ হাসান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. মোজাফফর হোসেন।

Related Seminars