পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকের পাঠদান ও গবেষণায় নীতি ও নৈতিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ২০২৪ সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল একাডেমিক ভবনের ২০৫ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড.চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত উপদেষ্টা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর এর সাবেক উপাচার্য এবং পিইউবির সাবেক উপাচার্য (ডেজিগনেট) ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন।
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষকবৃন্দকে সজাগ থাকতে কী কী করণীয় তা তিনি বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে একজন শিক্ষকের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন পিইউবির ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন মোল্লা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী।