• March 042024
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ‘পুণ্ড্রনগর: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

...

‘পুণ্ড্রনগর: ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার ০৪ মার্চ ২০২৪ সোমবার সকাল ১১টায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক।

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর রংপুর ও রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা। পিইউবির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন পিইউবির ইমেরিটাস প্রফেসর ও বিওটি উপদেষ্টা ড. এম. আফজাল হোসেন, বিওটি সদস্য আয়শা বেগম, টিএমএসএস এর পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, টিএমএসএস এর আজীবন সদস্য এ্যাডভোকেট মালেকা পারভিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতীসহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাগণ। দক্ষিণ এশিয়ার প্রাচীন সভ্যতার অন্যতম পীঠস্থান পুণ্ড্রনগরের ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক সেমিনারে আলোচনা হয়।

Related Seminars