“চীনে উচ্চতর শিক্ষা” শীর্ষক একটি ওয়েবিনার ০৬ মে ২০২৪ সোমবার বিকাল ৩:৩০মি. পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।
উপস্থিত ছিলেন পিইউবি’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। চায়না এডু কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তৌফিক, সহকারী পরিচালক জনাব বাশার এবং হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি, শিনজেন, চীনে এমবিএ অধ্যয়নরত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বিবিএ প্রোগ্রামের সাবেক শিক্ষার্থী হাফসা আক্তার ওয়েবিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং চীনে উচ্চতর শিক্ষা বিষয়ক সুযোগ সুবিধা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক জনাব খালিদ হাসান। প্রধান অতিথির ভাষণে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন এ আলোচনা থেকে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ যথেষ্ট উপকৃত হয়েছেন। ওয়েবিনারে চীনে উচ্চতর শিক্ষাবৃত্তি, ভিসা, ভাষাগত দক্ষতা, পার্ট টাইম ও ফুল টাইম চাকুরী, উচ্চতর পাঠ শেষে কাজের সুযোগ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চীন থেকে অর্জিত ডিগ্রির দেশে বিদেশে উপযোগিতা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন নির্ধারিত বক্তারা।