Follow us:-
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ পালন ও বগুড়ায় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান।
বগুড়ায় মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্যকে সম্মাননা প্রদান করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ তোতা মিয়ার পরিবারের সদস্য আঞ্জুআরা বেগম এর হাতে ফুল, ক্রেস্ট ও আর্থিক সম্মানী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার পিইউবিতে অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা। সকাল ১০:০০ টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাহেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান ও সদস্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী। অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মাহমুদ হাসান চৌধুরী এবং টিএমএসএস এর আজীবন সদস্য মইনুল ইসলাম শামীম। শুভেচ্ছা বক্তব্য দেন সিভিল ইঞ্জি. বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদাউস, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ নাজমুল হক, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম ও বিওটি সচিব মোঃ খোরশেদ আলম।