Follow us:-
১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার বিকালে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র মিলনায়তনে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার বিকালে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র মিলনায়তনে ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এফ.এম.এ.এইচ তাকি এর সভাপতিত্বে এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমতিয়াযুল আলম মাহফুয এর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. মাহমুদ হাসান চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাহেদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ইশতিয়াকুল আলম মামদূদ। ইসলামিক স্টাডিজ বিভাগের এম.এ (দুই বছর) ১৩ ও ১৪ ব্যাচ এবং এম.এ (এক বছর) প্রোগ্রামের শিক্ষা সমাপনান্তে শিক্ষার্থীদের বিদায়সহ স্প্রিং-২০২৩ সেমিস্টারের একাডেমিক ফলাফলের ভিত্তিতে পুরস্কার, বিভাগ কর্তৃক আয়োজিত হামদ্, নাত, সিরাত পাঠ, একাডেমিক পারফরম্যান্স এবং পোস্টার প্রেজেন্টেশন বিষয়ে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলেন দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচারাল ক্লাব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল।