Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটি’র সিই বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি’র সিই বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ৯ম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষক হাসিবুল হাসান সজিব এর সঞ্চালনায় শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাহেদুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক জনাব মাহবুর রহমান ও আবু সাইফ মোঃ নাসিম উদ্দিন। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ আল-আমিন। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী’র উপস্থিতিতে অনুষ্ঠানে ডিপ্লোমা ব্যাচের ১২ জনের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। বিদায় অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।