Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিটি আলো সার্টিফিকেশন কোর্সের উদ্বোধন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সার্টিফিকেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সিটি ব্যাংক লিমিটেড (সিটি আলো) এবং টিএমএসএস এর সার্বিক সহযোগিতায় ২২ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী এর সভাপতিত্বে এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোঃ খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অফ সিটি আলো নাসরিন আক্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া সিটি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহম্মদ নুর ই আলম। সভার শুরুতে সিএসই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া রিফাত, কামরুন নাহার এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা কোর্সে অংশগ্রহণ করার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টিএমএসএস ও সিটি ব্যাংক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। কোর্সটিতে বিভিন্ন বিভাগের ৩০জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছে।