Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। রি-ইউনিয়ন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়। র‍্যালী, আলোচনা ও স্মৃতিচারণ, ছবি তোলা, সিএসই অ্যালামনাই এসোসিয়েশন গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভূতি নানা আয়োজনে সিএসই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দিনভর আনন্দময় সময় কাটিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্‌মদ চিশ্‌তী এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিব এহসানুল হক সভায় স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ জাহেদুল আলম ও বিওটি সচিব জনাব খোরশেদ আলম। বক্তরা আগামী দিনের চতুর্থ শিল্প বিপ্লবের কম্পিউটার প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় সিএসই বিভাগের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সিএসই বিভাগ থেকে এ পর্যন্ত ১৫টি ব্যাচ গ্রাজুয়েশন সম্পন্ন করেছে।