Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৩ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের অডিটোরিয়ামে অদ্য শুক্রবার সামার-২০২৩ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে বিভিন্ন বিভাগের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সকল বিভাগের প্রধান ও শিক্ষকমন্ডলি অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিরা নতুন শিক্ষার্থীদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে পড়াশোনায় অধিকতর মনযোগী হতে বলেন। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই- ফজলুল শিক্ষার্থীদের তাদের গ্রাজুয়েশনের জন্যে পুণ্ড্র ইউনিভার্সিটি বেছে নেয়া সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষার্থীদের অধ্যাবসায়ী হতে বলেন। তিনি বলেন নিজের ভাগ্য নিজেকেই গড়ে তুলতে হবে। তার জন্যে পরিশ্রমী হতে হবে সবাইকে। আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরিতে পুণ্ড্র ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাস সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের অবগত করতে অনুষ্ঠানে ১টি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ মাহমুদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোঃ আলাউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ এবং ভূ তত্ত¡ ও খনিজবিদ্যা বিভাগের প্রফেসর মুশফিক আহমেদ, পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) ভাইস-চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি ট্রেজারার মোঃ জাহেদুর রহমান এবং বিওটি সদস্য আয়শা বেগম।