Follow us:-
পুণ্ড্র ইউনিভার্সিটিতে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু
শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা চালু করল পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ২৭ জানুয়ারি’২৪ শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০৫নং কক্ষে উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র নতুন প্রবর্তিত “অনলাইন শিক্ষক মূল্যায়ন”পদ্ধতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে অবহিত করেন। শিক্ষার্থী কর্তৃক শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু হলে শিক্ষকবৃন্দ আরো অধিকতর দায়িত্বশীল হবেন বলে তিনি জানান। শ্রেণিকক্ষে শিক্ষকের দায়বদ্ধতা বৃদ্ধিতে এবং শিক্ষার গুণগতমান উন্নয়নে নতুন প্রবর্তিত পদ্ধতি বেশ কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পদ্ধতিটি কার্যকরভাবে চালু রাখতে তিনি শিক্ষকদের উদাত্ত আহŸান জানান। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিতি, শ্রেণীকক্ষে যথাযথ প্রস্তুতি, ইংরেজীতে ক্লাস নেবার দক্ষতা, শ্রেণিকক্ষের শৃংখলা প্রভৃতি বিষয়ে দশ ধরণের প্রশ্নে তার শিক্ষকের অনলাইন রেটিং করবে। উপাচার্যের (ডেজিগনেট) বক্তব্যের পর সিএসই বিভাগের প্রধান ও আইটি পরিচালক মোঃ হাবিব এহসানুল হক অনলাইন শিক্ষক মূল্যায়নের বিভিন্ন কারিগরী বিষয় শিক্ষকদের ব্যাখ্যা করেন। শিক্ষার্থীরা কিভাবে অনলাইনে শিক্ষক মূল্যায়ন করবে তা বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহমদ চিশতী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ মাহমুদ হাসান চৌধুরী, বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দসহ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন মোল্লা, বিওটি সচিব খোরশেদ আলম, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এবং আইটি কর্মকর্তা উপস্থিত ছিলেন।