পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। ফলজ, ঔষধি, বনজ বৃক্ষসহ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য বকুল,কৃষ্ণচূড়া, জারুল, কাঠগোলাপ প্রভৃতি বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২রা জুন ২০২৪ রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বর, খেলার মাঠ ও মূল গেইটে বৃক্ষ রোপণ করা হয়। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ শাকিল হোসেন, উপপরিচালক জনসংযোগ ও প্রশাসন মোঃ জাহেদুল আলম, ইইই বিভাগের শিক্ষক মোঃ আব্দুর রউফ, মোঃ হাসিবুর রহমান, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ ইইই বিভাগের শিক্ষার্থীরা।