পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে ঈদের ৩য় দিন ১৯/০৬/২০২৪ তারিখ বুধবার পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষ্যে টিএমএসএস এর পক্ষ হতে ১টি গরু ও ২টি ছাগল কুরবানী করা হয়। কুরবানীর গোশ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন দু:স্থ গ্রামবাসীদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিইউবির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা-বেগম, অশোকা-ফেলো, পিএইচএফ এন্ড একেএস।
অত্র বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য আয়শা বেগম, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিব এহসানুল হক ও এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।