২৪ আগস্ট ২০২৪ শনিবার বিকাল ৩:০০টায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজ-এর ৯৭তম সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিওটি সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে এবং সেক্রেটারী এ.এইচ.এম. গোলাম রসুল খান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটির উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি’র ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মতিউর রহমান, ট্রেজারার মোঃ জাহেদুর রহমান, বিওটি’র সদস্য ও দৈনিক করতোয়া সম্পাদক মোঃ মোজাম্মেল হক লালু, মোঃ নাসিরুন নবী, ফয়জুন নাহার, আয়শা বেগম, শাহজাদী বেগম, প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, মোঃ সোহরাব আলী খান, সৈয়দা রাকিবা সুলতানা ও মোস্তফা নাজমুল পাশা। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র সদস্য মোঃ আব্দুল কাদের, প্রকৌ. মোঃ হারুন অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু ও তৌফিক হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা এবং বিওটি সমন্বয়ক খোরশেদ আলম। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট বিষয়ক আলোচনাসহ বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট উপস্থাপন, উপাচার্য মহোদয়ের কর্ম-অর্জন প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বিভিন্ন নীতিমালা, নতুন বিভাগ চালু, টিউশন ফি, গবেষণা প্রকল্প, দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সমঝোতা স্মারক প্রসঙ্গ ইত্যাদি বিস্তারিত আলোচনা হয়।