দেশের উত্তরাঞ্চলের জ্যেষ্ঠতম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সাথে ভারতের গবেষণা প্রতিষ্ঠান আচারিয়া ইনিস্টিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স (এআইএমএস) এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠান দুটোর কর্তাব্যক্তিগণ অনলাইনে যুক্ত হয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। পুণ্ড্র ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এআইএমএস এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন প্রিয়ানন্দন রেড্ডি।
এ সমঝোতা স্মারকের আওতায় প্রতিষ্ঠান দুটো যৌথভাবে নানা বিষয়ে গবেষণা প্রকল্প পরিচালনা করবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিওটি উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী। সমঝোতা স্মারক স্বাক্ষরের এই পুরো প্রক্রিয়ায় পিইউবির পক্ষে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা (ছাত্র কল্যাণ) অধ্যাপক মোঃ নাজমুল হক।