পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মাছের পোনা অবমুক্তকরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। ৪ জুন ২০২৪ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ শাকিল হোসেন এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
- June 04, 2024
- PUB