পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবু সাইফ মোঃ নাছিম উদ্দিন এবং ইলেকট্রিকাল
অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক মোঃ শাকিউল জাফর যুক্তরাষ্ট্রে পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি লাভ করেছেন। আবু সাইফ মোঃ নাছিম উদ্দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডাতে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এবং মোঃ শাকিউল জাফর ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইলেকট্রিকাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি পর্যায়ের গবেষণা করবেন। তাদের এ সাফল্যে পুণ্ড্র ইউনিভার্সিটির একাডেমিক ভবনের ২০৫নং কক্ষে ২৯ জুলাই ২০২৪ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য আয়শা বেগম, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে.আনোয়ার জাহিদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রাকিবুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাসিবুল হাসান সজিব, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক। সকল শিক্ষক ও কর্মকর্তাগণের উপস্থিতিতে মেধাবী এ দুজন শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এবং উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।