• November 302024
  • PUB

পুণ্ড্র ইউনিভার্সিটির এমপিএইচ প্রোগ্রাম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

...

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার পাবলিক হেলথ বিভাগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজের টিএমসি অ্যান্ড আরসিএইচ ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে ৩০ নভেম্বর ২০২৪ সকালে সভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. রাগীব আহসান। পাবলিক হেলথ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাঃ শামীমা বেগম প্রেজেন্টেশনের মাধ্যমে পাবলিক হেলথ বিভাগের প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিতভাবে উপস্থাপন করেন। সভায় অংশগ্রহনকারী নার্সদের উদ্দেশে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগামের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন নার্সিং কলেজের সুপারিনটেনডেন্ট তাহেরা বেগম এবং উপ পরিচালক টিএমসি অ্যান্ড আরসিএইচ এর ডাঃ এ.কে.এস শামসুল আলম। এছাড়াও উক্ত সভায় উপস্থিত নার্সগণ এমপিএইচ প্রোগ্রাম এবং ভর্তি সম্পর্কিত বিবিধ বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং কোর্সে ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পুণ্ড্র ইউনিভার্সিটিতে ২০১৫ সাল থেকে এমপিএইচ প্রোগ্রাম চালু রয়েছে।

Related Events