পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি), বগুড়াতে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের জন্য মেধাবৃত্তি পেয়েছে তাদের এবং ৪৫তম জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে পুরস্কার বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩১ আগস্ট ২০২৪ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়।
পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম। এডুকেশন এক্সপোতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন চীনের জিয়াং জিয়টং ইউনিভার্সিটির পিএইচডি ফেলো মোঃ রাসেল। পুণ্ড্র ইউনিভার্সিটি’র সিএসই বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী পার্থ চাকি এবং রাশেদুল ইসলাম মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপ অর্জন করায় বিওটি চেয়ারম্যান হোসনে-আরা বেগম তাদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। তারা চীনের হারবিন ইন্সটিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষার জন্য বৃত্তিলাভ করেছেন।
এছাড়া ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সিএসই বিভাগ বিশেষ গ্রুপে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছে। বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সিএসই বিভাগের আল আরমান অভি এবং তৌফিক আহমেদ। তৃতীয় স্থান অর্জন করেছে মির্জা গোলাম রসুল এবং মোঃ ফখরুল আলম।
বিভাগীয় পর্যায়ে পুরস্কার লাভ করা ছাড়াও জাতীয় পর্যায়ে পঞ্চম স্থান অর্জন করেছে আল আরমান অভি ও তৌফিক আহমেদ। বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। জনসংযোগ বিভাগের উপপরিচালক মোঃ জাহেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওটি সদস্য আয়শা বেগম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. আতর আলী, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান পলাশ তাইসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।