পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিগত বছরগুলোর ন্যায় এবারও ইসলামিক স্টাডিজ বিভাগ শিক্ষার্থীদের শিক্ষা সমাপনান্তে বিদায় এবং স্প্রিং-২০২৪ সেশনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্সের উপর পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমতিয়াযুল আলম মাহফুয এর সঞ্চালনা এবং বিভাগীয় প্রধান ড. ইশতিয়াকুল আলম মামদূদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মোঃ মতিউর রহমান, পিএইচডি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মুহা: সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এফ.এম.এ.এইচ. তাকি। পুরস্কার বিতরণী পর্বে একাডেমিক ফলাফল, ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি, শিক্ষাসফর-২০২৪ এর প্রতিবেদন লিখন, কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ (বির্তক, ক্রিকেট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা) বিভাগে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এম.এ (দুই বছর) প্রোগ্রামের ১৫তম ও ১৬তম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, উপ পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক প্রমূখ।
- November 29, 2024
- PUB