পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া পরিদর্শন করেছেন ভারতের সম্মানিত সহকারী হাইকমিশনার, রাজশাহী, জনাব মনোজ কুমার। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র তাঁকে ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান। ভারতীয় সহকারী হাইকমিশনার স্বপরিবারে বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে পরিদর্শন বহিতে স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট সংলগ্ন চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।
১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার বিকেলে ভারতীয় হাই কমিশনারের পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, সদস্য আয়শা বেগম, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, পিইউবি প্রক্টর মোঃ শাকিল হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মোঃ নাজমুল হক, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, প্রশাসক (পরিবহন) মোঃ ইয়াসির আরাফাতসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।