পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ব্যবসায় শিক্ষা অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থী ও কর্মরত শিক্ষকদের সমন্বয়ে আগামী এক বছরের জন্য বিজনেস ক্লাবের কমিটি গঠিত হয়েছে। ১৩ জুলাই শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০৫নং কক্ষে ‘কমিটি অ্যানাউন্সমেন্ট অব বিজনেস ক্লাব-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে বিজনেস ক্লাবের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। ব্যবসায় প্রশাসন বিভাগ (বিবিএ) এর বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমানের সভাপতিত্বে এবং বিবিএ বিভাগের প্রভাষক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মুহা সুজন শাহ-ই-ফজলুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলমসহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলী হাসান কে সভাপতি এবং বিবিএ ১৯ ব্যাচের শিক্ষার্থী রুথ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিভাগীয় প্রধান মোঃ সাজেদুর রহমান। নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। তিনি প্রধান অতিথির বক্তব্যে পড়াশুনার পাশাপাশি কো কারিকুলার কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজনেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।