বগুড়ায় অবস্থিত দেশের উত্তরাঞ্চলের জ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএস বানভাসি মানুষের জন্য ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন করেছে। ২৬ আগষ্ট ২০২৪ তারিখ সোমবার ফেনীতে ৬৫০ বস্তা চাল (প্রতিটি ১০ কেজির বস্তা), ১ লিটার বোতলে ১০০০ লিটার পানি, আধা কেজি ওজনের মুড়ি ২০০০ প্যাকেট, বিস্কুট ১০০০ প্যাকেট, খাবার স্যালাইন ১০০০ প্যাকেট জরুরি ত্রাণ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বন্টন করা হয়।
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে- আরা বেগমের নেতৃত্বে টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন প্রধান আব্দুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় টিএমএসএসের স্থানীয় অফিসের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়। ফেনী শহর, মহিপাল ও দাগনভুঞার প্রায় দুই হাজার বন্যা কবলিত মানুষ চাল, মুড়ি, বিস্কুট, পানি, ওরস্যালাইন ইত্যাদি দ্রব্যাদি পেয়ে স্বস্তি প্রকাশ করেন। উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নির্দেশে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন টিএমএসএস এর ফেনী জোনাল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার আব্দুস ছাত্তারসহ টিএমএসএসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।